
গ্রাম পুলিশ ওয়ার্ড নং- ০১
01553011517
support@tabalchhariup.com
আমি খুবই আনন্দিত যে, এইপরিষদের একজন (গ্রাম পুলিশ) হিসেবে - এছাড়া আমাদের এলাকাই স্মার্ট ভাবে যে ইউনিয়ন পরিষদকে পরিচালনা করা যাচ্ছে। হোল্ডিং ট্যাক্স, স্মার্ট হোল্ডিং কার্ড, স্মার্ট কর আদায় রশিদ, স্মার্ট ভাবে ট্রেড লাইসেন্স এবং নবায়ন, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র থেকে শুরু করে সকল নাগরিক সেবা স্মার্ট ভাবে দিতে পারতেছি বা নাগরিক সেবা নিতে পারতেছে। এখন আগের থেকে অনেক নির্ভেজাল ও সঠিক ভাবে সনদগুলো দিতে পারতেছি এবং তা যাচাই করা যাচ্ছে। এছাড়া নোটিশ দিলে যে কেউ ওয়েবসাইট থেকে সবাই দেখতে পারতেছে। আমাদের ইউনিয়ন সম্পর্কে আপডেট তথ্য পাওয়া যাচ্ছে । ধন্যবাদ (হৃদয় কান্তি দে) কে, এই পরিষদের সকল কাজ স্মার্ট ভাবে করতে পারে মতো করে দেওয়ার জন্য। আশা করি সকল ইউনিয়ন ও পৌরসভার এই সফটওয়্যার আওতাই আনলে একটি সুন্দর ও নির্ভেজাল সেবা প্রদানের নিশ্চয়তা দিতে পারবে।